১ বছর ৮ মাসের শিশু মাহফুজ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে আমাদের ফাউন্ডেশনে আসে

১ বছর ৮ মাসের শিশু মাহফুজ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে আমাদের ফাউন্ডেশনে আসে। শিশুটির মা বাবা পাগলের মত হয়ে গেছে একটি মাত্র সন্তানকে বাঁচানোর জন্য। বাঁচানোর মালিক আল্লাহু। আল্লাহুর রহমতে শিশুটির চিকিৎসার জন্য অনেকে টাকা দিয়ে সাহায্য করেছেন । যারা টাকা দিয়েছেন সেই টাকা গুলো দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশনের […]

মরহুমা আক্তারুন নিসা বেগম এর মৃত্যু বাষির্কী উপলক্ষে আজ গরীব অসহায় ক্যান্সার রোগীদের মাঝে খাবারের ব্যবস্থা করেন সৈয়দ মোহাম্মদ মানুষ সাহেব। এ সময় মরহুমার জন্য রোগীরা দেয়া করেন। আল্লাহু মরহুমার কবরকে জান্নাতের বাগীচা বানিয়ে দেন।আমিন

দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশন সব সময় শিশুটির পাশে আছে। এ যাবত যত খরচ হয়েছে তার কিছু দানমানুষের দেওয়া এবং বাকী টাকা ফাউন্ডেশন বহন করছে। বর্তমানে শিশুটি ক্যান্সার হাসপাতালে ভর্তি আছে। ডাক্তার বলেছে অনেক টাকা খরচ হতে পারে। তাই সবার কাছে ফাউন্ডেশনের পক্ষ থেকে আবেদন শিশুটির চিকিৎসার জন্য যে যা পারি তাই দিয়ে সাহায্য করবেন প্লিজ।

The Diganta Memorial Cancer Foundation is always by the side of the child. The foundation is carrying some of the money given so far and the rest is being borne by the foundation. The child is currently admitted to the cancer hospital. The doctor said it could cost a lot of money. So the appeal […]

Contact Us

Recent News

Gallery