ফাউন্ডেশনের সদস্য মিসেস হোসনে আরা হান্নান আপার পক্ষ থেকে কিছু গরীব অসহায় ক্যান্সার রোগীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা: এ.এস.কিউ.এম. সাদেক।

সুধী আসসালামু আলাইকুম। পরম মহীমান্নিত কুরআন নাযিলের মাস রমজান মাস। এ মাসের ইবাদতের পুর্ণতা কামনা করছি। আপনি নিশ্চয় অবগত আছেন যে, দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশন গরীব অসহায় ক্যান্সার রোগী ও দুঃস্থ মানবতার কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। এই কার্যক্রম পরিচালনার জন্য আপনার যাকাত, দান, সাদাকাহ্ অসহায় গরীব রোগী ও দুঃস্থ মানবতার কল্যাণে দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশনের যাকাত ফান্ডে দান করুন। যাকাত একাউন্ট: দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশন ০৮৬৩৩০০০৪৯৭ ব্যাংক এশিয়া, রিং রোড শাখা। বিকাশ নং- ০১৭১১০৪০৫১৪, যোগাযোগ নং -০১৭১১০৪০৫১৪/ ০১৭৫৯৯০৫৭৬২ প্রফেসর ডাঃ এ.এস.কিউ. সাদেক সভাপতি দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশন। আমাদের চলমান সেবাসমুহঃ ১) রোগীদের চিকিৎসা প্রদানকারী হাসপাতালে যাতায়াতের ব্যবস্থা করা। ২) রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা। ৩) থাকা খাওয়ার ব্যবস্থা করা। ৪) প্রয়োজনীয় ঔষধ ও রক্ত ক্রয়। ৫) হাসপাতালের ফি ও অপারেশন চার্জ। ৬) চিকিৎসা শেষে রোগীদের বাড়িতে ফেরার খরচ ও কর্মক্ষেত্র তৈরী করা। ৭) লাশ দাফনের ব্যবস্থা করা। ৮) প্রাকৃতিক দুযোর্গে ত্রাণ কার্যক্রম।কম দেখুন

0টি মন্তব্য সাজানোর ক্রমমন্তব্য যোগ করুন…

Contact Us

Recent News

Gallery